নির্বাচনে অংশ না নিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের এবং বিএনপি’র পতন ডেকে আনবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও স¤প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। বিএনপিসহ সব রাজনৈতিক দল পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক, এটাই চায় আওয়ামী লীগ।
সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব গতদিন বলেছেন যে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়। প্রকৃতপক্ষে আমরা কখনও ফাঁকা মাঠে গোল দিতে চাই না।
‘আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। কিন্তু বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে যে, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা মাঠ ছেড়েই চলে যেতে চাচ্ছে। মির্জা ফখরুল সাহেবকে বলব মাঠে আসার জন্য এবং আমাদের সঙ্গে খেলার জন্য। আমরা খেলেই জিততে চাই।’
তিনি বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আগামী দিনের সরকার নির্বাচিত করুক।’
তথ্যমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের আমূল পরিবর্তন ঘটেছে। মানুষের জীবনমানের উত্তরণ ও পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জনগণের ওপর আমাদের আস্থা আছে। আমরা সবার সঙ্গে নির্বাচনের মাঠে খেলে জিততে চাই। আর বিএনপি শুধু পালিয়ে যেতে চায়।’
সরকার বিএনপিকে নির্বাচনে আনার জন্য সংলাপের ডাক দেবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের মাঠে আমরা একটা পক্ষ। আমরা তো আয়োজক পক্ষ নই। সুতরাং নির্বাচন নিয়ে তাদের যদি কোনো অভাব-অভিযোগ থাকে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে। আর নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে তাহলে আমরা সেখানে যাব।’
হাছান মাহমুদ বলেন, “আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলের দায়িত্ব। ২০১৮ সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। পরে সেটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছিল, এখনো চালিয়ে যাচ্ছে। আশা করব এ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।
‘মির্জা ফখরুল সাহেব সম্প্রতি বলেছেন- কথা বেশি নয়, কথা একটাই, এই সরকারের পতন ঘটাতে হবে।’ আসলে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে ফখরুল সাহেব নিজের এবং বিএনপির পতন দুটিই অবলোকন করবেন।”