নির্বাচনে কেউ ভোট প্রদানে বাধা দিলে ও নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
আজ (শনিবার) দুপুরে মিরপুরে নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় র্যাব মহাপরিচালক বলেন, বহিরাগত কেউ এলে র্যাবের ওআইভিএস প্রযুক্তি দিয়ে শনাক্ত করা হবে।
ভোট দেওয়া বা না দেওয়া সবার ব্যক্তিগত অধিকার উল্লেখ করে তিনি বলেন, কাউকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানুষের নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফেরা নিশ্চিত করতে র্যাব কাজ করছে বলে জানান তিনি।