প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারবে না জেনেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। বিগত নির্বাচনের মতো আগামী নির্বাচনেও জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে বলে আশাবাদ জানান তিনি। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব বলেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছে কিন্তু স্বচ্ছ নির্বাচন নিয়ে বিএনপি শঙ্কিত। কারচুপি করার সুযোগ পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে দলটির এত শঙ্কা বলে মন্তব্য করেন শেখ হাসিনা। নির্বাচনে ইভিএমের সুফল তুলে ধরে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এই যন্ত্র ব্যবহার হচ্ছে।

আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে কখনোই ক্ষমতায় বসেনি উল্লে­খ করে প্রধানমন্ত্রী বলেন, যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ভোটে জিতেছে।

শেখ হাসিনা বলেন, ইভিএম বিশ্বের একটি অত্যাধুনিক ভোটিং পদ্ধতি। বহু দেশে এই পদ্ধতিতে সুষ্ঠ নির্বাচন হচ্ছে। কিন্তু এতেও বিএনপির ভয়। কেননা সঠিক পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে না। তাদের সময় ১কোটি ২৩লাখ ভুয়া ভোটার তৈরি করে ক্ষমতায় আসতে চেয়েছিল। আওয়ামীলীগ সেইসব ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দিয়েছে। এজন্য ভোটের আগে তারা উল্টা পাল্টা কথা বলতে থাকে। এখন জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।

এরআগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়, এই বার্তা বিশ্বনেতাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা না দিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।