ভোট বর্জনের ডাক দিয়ে রাজধানীতে ঝটিকা মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৭ই জানুয়ারি ) সকালে রাজধানীর বিমানবন্দর সড়ক এলাকায় এ কর্মসূচি পালন করে দলটি।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রিজভী।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকীসহ অনেকে।