ভরা বর্ষায় অনাবৃষ্টি। অসময়ে খরা পরিস্থিতি। ভ্যাপসা গরমে নাকাল ঢাকাসহ সারাদেশের মানুষ। মাঝে মাঝে বৃষ্টি হলেও খরতাপে দুর্বিষহ জীবনযাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে ৮ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাসের শেষে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। মাঝে মাঝে বৃষ্টিতে অল্পসময়ের জন্য স্বস্তি মিললেও পরক্ষণেই গরমে হাসফাঁস করছে মানুষ।
দিনে কি রাতে সমানতালে গরমের দাপট। ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। বিশেষ করে রিকশাচালকসহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি।
সহসাই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত থেমে থেমে বৃষ্টি হবে। আর মাসের শেষ দিকে সারাদেশেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক।
এদিকে, শুক্রবার রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা এদিনে দেশের সর্বোচ্চ। আর, ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।