স্প্যানিশ লিগ ফুটবলে ভ্যালেন্সিয়াকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লিগ ম্যাচটি ৫-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দুটি করে গোল করেছেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
এদিকে গতকালের ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি আসে ৪২ মিনিটে। রদ্রিগোর কাছে থেকে বল পেয়ে দারুণ এক কায়দায় বুক দিয়ে গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস। দুই গোলের লিড নিয়েই এরপর বিরতিতে যায় রিয়াল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ব্যবধান বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ৪৯ মিনিটে গোল করেন ভিনি, এরপরই লক্ষ্যভেদ করেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো।
চার গোলে এগিয়ে যাওয়ার পর রিয়ালের পঞ্চম গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে ৮৪ মিনিটের মাথায়। লস ব্লাঙ্কোসদের হয়ে ম্যাচে দ্বিতীয়বারের মত লক্ষ্যভেদ করেন রদ্রিগো। ফলে ব্যবধান হয় ৫-০। পরে শেষদিকে অবশ্য একটি গোল ফেরত দিতে পেরেছে ভ্যালেন্সিয়ার ফুটবলার হুগো দুরো। তবে তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে কিছুটা।
ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এ জয়কে এ মৌসুমে রিয়ালের সেরা ম্যাচ বলে আখ্যায়িত করেছেন কোচ কার্ল আনচেলত্তি। তিনি বলেন, ‘আজ আমরা এখন পর্যন্ত মৌসুমের সেরা ম্যাচ খেলেছি। আমরা হয়তো প্রথম ১৫ মিনিট আরও ভালোভাবে রক্ষণ সামলাতে পারতাম। কিন্তু ওইটুকু বাদ দিলে আমাদের জন্য নিখুঁত একটি ম্যাচ ছিল।’