আসিয়ান সম্মেলনে যোগ দিতে আগামী ৫ই সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, ‘গত পাঁচ দশকের বেশি সময় ধরে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, মানবসম্পদ উন্নয়নসহ নানাবিধ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে। জ্বালানি সম্পদে সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা স্থাপনের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হতে পারে।’
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জাকার্তায় পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ ছাড়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা সম্মেলনে যোগ দেবেন।
বাংলাদেশের রাষ্ট্র প্রধানের সফরে ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আগামী ৭ই সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সম্মেলনের ফাঁকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক হওয়ার কথা রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।