নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নিদের্শনামূলক বক্তব্য দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এতথ্য জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আগমনে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রস্তুত ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ। প্রস্তুত করা হয়েছে মঞ্চ। জনসভা উপলক্ষে মাঠে নিরাপত্তা বেষ্টনী, মাইক স্থাপনসহ সভাস্থলের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
ফরিদপুরের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে নির্বাচনি জনসভায় আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহব্বান করবেন।