ফিলিস্তিনের গাজায় সহিংসতাকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনে একসাথে কাজ করবে রাশিয়া ও সৌদি আরব। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের বৈঠক শেষে একথা জানানো হয়। এসময় বিশ্বে তেলের বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এক হয়ে কাজ করার কথা জানান তারা। আরব বিশ্বের সাথে রাশিয়ার বর্তমান সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার কথাও জানান সৌদি যুবরাজ ও রুশ প্রেসিডেন্ট।
বুধবার মধ্যপ্রাচ্য সফরে যান রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। একদিনের এই সফরে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আবুধাবি সফরের সময় ভাদিমির পুতিন ও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়ার দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। শিল্প ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি ও জ্বালানি সম্পর্কের উন্নয়নসহ নানা বিষয় উঠে আসে তাদের আলোচনায়। এসময় রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই সম্পর্কের ধারা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।
পরে সৌদি আরবে যান ভাদিমির পুতিন। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। এসময় সৌদি যুবরাজ বলেন, তারা দুই দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করছে। দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্কের উন্নয়নে কেউ বাধা হতে পারবে না বলে জানান রুশ প্রেসিডেন্ট। গাজায় ইসরাইলের সহিংসতা নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথাও জানান দুই রাষ্ট্রপ্রধান। পাশাপাশি তেলের দাম তাদের নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেয়ার কথাও জানান।
২০১৯ সালের অক্টোবরের পর সৌদি আরবে প্রমবারের মতো সফর করলেন ভাদিমির পুতিন। এসময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে মস্কো সফরের আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট।