মধ্যপ্রাচ্যে চলমান বহুপাক্ষিক যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে গভীর পর্যবেক্ষণ রাখতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে অগ্রিম পরিকল্পনা করে রাখার জন্যও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে এমন নির্দেশনা এসেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।এছাড়া বৈঠকে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন’২০২৪ এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার সকালে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। ঈদের ছুটি শেষে এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক। নির্ধারিত বিষয়ের বাইরেও সাম্প্রতিক ইস্যুতে মন্ত্রিসভাকে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে পরিস্থিতির দিকে তীক্ষè নজর রাখতে মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে পণ্য আমদানি ও বাণিজ্যের অন্যান্য ক্ষেত্রে সম্ভাব্য বিরূপ প্রভাব সম্পর্কে সতর্ক থাকা ও তা মোকাবেলায় প্রস্তুতির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

এদিকে, দেশিবিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ ২০২৪ এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।