চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার জাটকা রক্ষা ও অভয়াশ্রম এলাকায় ইলিশের জাটকাসহ সব ধরনের মাছ ধরা বৃহস্পতিবার মধ্যরাত (১ মার্চ) থেকে নিষেধ। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত এ ৭০ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম বাস্তবায়ন করতে প্রস্তুত জেলা ও উপজেলা টাস্কফোর্স।

ইলিশের উৎপাদন বাড়াতে ২০০৬ সাল থেকে প্রতিবছর মার্চ ও এপ্রিল এই দুই মাস জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এর আওতায় এবছরও ভোলায় মেঘনা নদীর ইলিশা থেকে মনপুরার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার, তেতুঁলিয়া নদীর ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত ১শ’ কিলোমিটার এবং পদ্মা ও মেঘনা নদীর অববাহিকায় চাঁদপুর থেকে লক্ষ্মীপুরের ১শ’ কিলোমিটার এলাকায় সবধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে মাছ মজুদ এবং বিক্রয়ও।

নিষেধাজ্ঞার সময়ে ভোলার প্রায় ৯০ হাজার জেলেকে চাল দিয়ে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছে মৎস বিভাগ। এসময় সঠিকভাবে চাল দেয়ার পাশাপাশি ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবি জানিয়েছে জেলেরা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানালেন, জেলেদের জন্য বরাদ্দকৃত চাল দ্রুত সময়ের মধ্যে তাদের দেয়া হবে।

এদিকে, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা মৎস্য বিভাগ মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এই সময়ে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির ব্যবস্থা থাকবে বলেও জানালেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।