রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে প্রায় সাড়ে ৪ মাসের নিষেধাজ্ঞা শেষে হচ্ছে আজ বৃহস্পতিবার মধ্যরাতে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটি জেলার বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কমান্ডার আশরাফুল ইসলাম বলেন, হ্রদে পানি কম থাকায় এবং কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞার মেয়াদ দুই দফায় বাড়ানো হয়েছিল। বর্তমানে হ্রদে যথেষ্ট পানি আছে। তাই ব্যবসায়ী, মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় হ্রদে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। তাদের আশা এ বছর আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে।
প্রতিবছর ১৯শে এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। নিয়ম অনুযায়ী ১৯শে জুলাই হ্রদে মৎস্য আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা থাকলেও হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় এ নিষেধাজ্ঞা একমাস ১২ দিন বাড়িয়ে ৩১শে আগস্ট পর্যন্ত করা হয়েছিল। পরে আরেকদফা বেড়ে হ্রদে চারমাস ১২ দিন মৎস্য আহরণ বন্ধ ছিল।