ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ (শনিবার) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি ট্রাক ঐই এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তসলিম তালুকদার ও রাকিব নামে অটোর দুই যাত্রী মারা যান। আহত হন আরো দুজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জাহানারা বেগম নামে আরেক যাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটি জব্দ করে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।