ময়মনসিংহের শহরতলী শম্ভুগঞ্জের রঘুরামপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে কমিউটার ট্রেন ও বালুবাহী ড্রাম ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর গৌরীপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্তে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ করছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন ও ময়মনসিংহ জংশন স্টেশনের সুপার নাজমুল হক এই খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে গৌরীপুর থেকে ঢাকাগামী বলাকা কম্যুটার শম্ভগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও ট্রেনের ইঞ্জিনের  সাথে সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।