ময়মনসিংহে স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১২ অক্টোবর) সকালে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত সাগর মিয়া (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। সে তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। জাতীয় দৈনিক খবর পত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন তিনি।

নিহতের স্বজনরা জানান, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। আজ শনিবার সকালে সাগর নামে এক ব্যাক্তিসহ তিনজন স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে যান তারা।

এসময় বাসা থেকে বের হতেই অভিযুক্ত সাগর তাকে কুপিয়ে যখম করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা আরও জানান, হত্যাকান্ড ঘটিয়ে সাগর পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। এসময় অভিযুক্তের সাথে থাকা হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ।