রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবি সদস্যদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ভবনে আটকা পড়াদের উদ্ধারে অভিযান এখনো চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও সময় লাগবে।
এর আগে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি হবে। তারপর বোঝা যাবে এ ভবনে কী ধরনের সমস্যা ছিল। উদ্ধার কাজ এখনও চলছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীসহ সিটি করপোরেশনের লোকজন কাজ করছে। সব ধরনের কার্যক্রম শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এদিকে, বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে ধাপে ধাপে আরও ৮টি ইউনিট যোগ দেয় সেখানে। সন্ধ্যা ৬টা ১০মিনিটে তাদের সহায়তায় যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।