দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৬ই সেপ্টেম্বর) স্থানয় সকাল ১০ টার দিকে গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ভারত সফররত প্রধানমন্ত্রী।

এর আগে ৯টায় রাইসিনা হিলে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে রাষ্ট্রীয় অভ্যার্থনা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে। দিলি­র হায়দ্রাবাদ হাউজে দু’দেশের শীর্ষ বৈঠকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জানা গেছে, বেলা সাড়ে ১১টায় হায়দরাবাদ হাউজে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।