বিএনপিকে ‘মহাদুর্যোগ’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি শুধু দুর্যোগের কথা বলে, কিন্তু তারাই একটি দুর্যোগ। এই মহাদুর্যোগের নাম বিএনপি। বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে।’ শনিবার (৫ই নভেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বক্তব্যকালে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। দেশের জনগণ তাদের পাশে নেই। তাদের জ্বালাও পোড়াও এখন আর মানুষ পছন্দ করে না।

বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘এই অপশক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ আসে, বিএনপির নেতাকর্মীরা খোয়াব দেখছেন। তাদের রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ২১ আগস্টসহ অন্যান্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। দণ্ড নিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে পাড়ি জমানো তারেক রহমান টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ দিচ্ছেন। কোনো দণ্ডিত নেতাকে দেশের মানুষ মেনে নেবে না।’

দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। শেখ হাসিনা বাঁচলেই দেশ বাঁচবে— বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।