রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

বঙ্গভবন, ঢাকা।

 

২০ জৈষ্ঠ ১৪২৮

০৩ জুন ২০২১

 

বাণী

      যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল ‘ফ্লোরিডা বাংলা’ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি চ্যানেলটির উদ্যোক্তা, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সাথে www.fbnews24/7.com ওয়েবসাইট উদ্বোধনের উদ্যোগকেও আমি স্বাগত জানাই।

উচ্চশিক্ষা, জীবিকার সন্ধান ও আর্থ-সামাজিক নানা কারনে প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকরা পাড়ি জমাচ্ছে দেশ থেকে দেশান্তরে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা মেধা ও শ্রমের মাধ্যমে তাদের পারিবারিক ও সামাজিক জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় আমরা অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতার ৫০ বছর পার করে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত। আমরা ২০৪১ সালে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমি আশা করি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই স্বপ্নযাত্রার সঙ্গী হয়ে জন্মভূমির কল্যাণে নিরলস কাজ করে যাবেন।

‘ফ্লোরিডা বাংলা’ টিভি যুক্তরাষ্ট্রে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কাজ করছে জেনে আমি খুশি হয়েছি। এসব কার্যক্রম নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের তাদের শেকড়ের সাথে যোগসূত্র স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। ‘প্রবাসে আপনার পাশে’ স্লোগানকে ধারণ করে ‘ফ্লোরিডা বাংলা’ টিভি প্রবাসে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরার পাশাপাশি নিজ দেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে- এ প্রত্যাশা করি।

আমি ‘ফ্লোরিডা বাংলা’ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

জয় বাংলা।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।

 

                                                                                                মোঃ আবদুল হামিদ।