কুমিল্লার মুরাদনগরে মাইকে ঘোষণা দেয়ার পর ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। তবে নিহতরা ডাকাত কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ (শুক্রবার) সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে পালাসুতা গ্রামের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয় তারা। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলেন এবং ওই ঘর থেকে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করে গণপিটুনি দেন। এতে দু’জন নিহত হয়।

দারো ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, রাতে কথিত তিন ডাকাতকে গণপিটুনি দেয়া হয়েছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন মারা গেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক।