রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। বুধবার (২৩ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। তিনি একজন অভিজ্ঞ বার্ন ও ট্রমা চিকিৎসক।

এর আগে বেলা সাড়ে ১১টায় তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রবেশ করেন বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিং চলছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

বিশেষজ্ঞ দলটি দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা মূল্যায়ন করছেন এবং প্রয়োজনে বিশেষায়িত চিকিৎসা সেবার সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে আরও একটি চিকিৎসক দল ঢাকায় পাঠানো হতে পারে বলে জানা গেছে।