মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে বিশ্বের ২৩টি দেশে। মাঙ্কিপক্স রোগের ব্যবস্থাপনার বিষয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশিকা জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন রোগীদের নমুনাগুলো ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি) নেটওয়ার্কের মাধ্যমে পুনের শীর্ষ পরীক্ষাগার এনআইভিতে পাঠাতে হবে। রাজ্যগুলোকে সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষণ প্রকাশ পাওয়ার পর অন্তত ২১ দিন পর্যবেক্ষণে রাখতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন রোগীদের পরীক্ষার নমুনা ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিল্যান্স প্রোগ্রাম (আইডিএসপি) নেটওয়ার্কের মাধ্যমে পুনের শীর্ষ পরীক্ষাগার এনআইভিতে পাঠাতে হবে। ভারতে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। সাবধানতা অবলম্বনে তামিলনাড়– এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো সতর্কতা বাড়িয়েছে।

দেশে মাঙ্কিপক্সের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না বলে উল্লেখ করে তামিলনাড়–র স্বাস্থ্য বিভাগ রাজ্যের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাকে মাঙ্কিপক্স সংক্রামিত দেশ থেকে আসা, উপসর্গ দেখা যাচ্ছে এমন যাত্রীদের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারও রাজ্যের হাসপাতালগুলোতে মাঙ্কিপক্সের লক্ষণসহ বিদেশ থেকে আসা রোগীদের থাকার জন্য আলাদা ব্যবস্থা তৈরি করতে নির্দেশ দিয়েছে। একটি নির্দেশিকায় স্বাস্থ্য বিভাগ হাসপাতালগুলোকে আইসোলেশন বেড প্রস্তুত রাখতে বলেছে। এছাড়াও সংক্রামিত রোগীদের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।