মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খেল ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন। এ ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে ১৩ জন ক্রু নিয়ে মাছ ধরছিল নৌকাটি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নৌবাহিনী একটি বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের প্রচেষ্টা চলছে এবং মুম্বাই মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ছয়টি জাহাজ এবং বিমান উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। এছাড়া, কোস্ট গার্ডের অতিরিক্ত উপকরণ ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার কার্যক্রম জোরদার করতে।

ঘটনার কারণ সম্পর্কে এখনও তদন্ত চলছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

স্করপিন শ্রেণির সাবমেরিন ভারতের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত। এগুলো জলসীমায় বহুমুখী মিশন পরিচালনায় সক্ষম। এর মধ্যে রয়েছে সমুদ্র পৃষ্ঠতলের যুদ্ধ, সাবমেরিন-বিরোধী যুদ্ধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন স্থাপন এবং এলাকা নজরদারি।