রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকালে সাড়ে সাতটার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। আগুন আশপাশে ছড়িয়ে যাওয়ায় একে একে আরও ৫টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দুই ঘন্টার চেষ্টায় সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।