মানসম্মত চলচ্চিত্র বানাতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামিতে সরকারি অনুদানের পরিমাণ বাড়ানোর ঘোষণাও দেন তিনি। আজ (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ বিজয়ীদের হাতে পুরস্কারপ্রদান অনুষ্ঠানে একথা তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি অনুদানের নির্মিত ছবির জন্য আমরা কিছু টাকা দেই। বর্তমান প্রেক্ষাপটে যে টাকা আমরা দেই, সে টাকা একটি চলচ্চিত্র নির্মাণের জন্য যথেষ্ট না। এই টাকার পরিমাণ একটু বাড়াতে হবে। আগামী বাজেটে এ বিষয়ে উদ্যোগ নেব।

শেখ হাসিনা বলেন, চলচ্চিত্রের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কবিরপুরে জায়গা দিয়ে গিয়েছিলেন। সেখানে অত্যাধুনিক চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র গড়ে তুলবো। এক হাজার কোটি টাকার একটা ফান্ড করে দিয়েছি। সেখান থেকে স্বল্প সুদে ১০ কোটি টাকার ঋণ নিতে পারবে। এই ঋণের টাকা দিয়ে সিনেমা নির্মাণ করতে পারবে। সমাজের বৃত্তশালী এবং শিল্পীরা চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নে গঠিত ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ফিল্ম বন্ধ করার জন্য নয়, উৎকর্ষতা সাধনের জন্য চলচ্চিত্র দরকার। তবে সমাজের জন্য যা ক্ষতি করে সেগুলো বাদ দিয়ে চলচ্চিত্র নির্মাণ করা দরকার। এ বিষয়ে একটা আইন তৈরির পরিকল্পনা নেয়া হয়েছ। বাবা-মা ভাই-বোন মিলে যাতে আমরা একসঙ্গে চলচ্চিত্র দেখতে পারি সেরকম চলচ্চিত্র নির্মাণের তাগিদ দেন তিনি। এছাড়া শিশুদের উপযোগী চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে অন্যায় অপরাধ থেকে চলচ্চিত্র মানুষকে দূরে রাখতে পারে চলচ্চিত্র। সিনেমার উন্নয়নের সবাইকে একসাথে কাজ করা দরকার। এফডিসি কমপ্লেক্স দ্রুত নির্মাণের তাগিদও দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, টাস্ক ফোর্স গঠন করছি সেটি তৈরি হলে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ কমে যাবে। ভালো সিনেমা হলে মানুষ হলে গিয়ে ছবি দেখে, সেই চিত্র আমরা দেখেছি। পুরনো চলচ্চিত্রকে ডিজিটাল রূপ দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই সাথে মুক্তিযুদ্ধের উপর নির্মিত চলচ্চিত্রকে সংরক্ষণের কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে এত টেলিভিশন, এত পত্রিকা এখানে সবাই মন খুলে কথা বলে। কিন্তু তারপরও নাকি কেউ কথা বলতে পারে না। নতুন আমরা আরো একটা স্যাটেলাইট করব। সেগুলো দিয়ে তথ্য প্রচার আরও বেশি সহজ হবে।

এর আগে ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার তুলে দেন সরকারপ্রধান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডা. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।