ক্রয় চুক্তি থেকে সরে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কর্তৃপক্ষ। তবে টুইটারের হুমকি ঠাট্টায় উড়িয়ে দিয়েছেন টেসলার প্রতিষ্ঠাতা। টুইটারের হুমকির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কোলাজ ছবি প্রকাশ করেছেন ইলন মাস্ক।
ছবির প্রথম ক্যাপশনে লেখা- ‘ওরা বলেছিল, আমি টুইটার কিনতে পারবো না’। দ্বিতীয় ক্যাপশনে লেখা- তারপর তারা আমাকে বটের (ফেক অ্যাকাউন্ট) তথ্য দেবে না। তৃতীয় ক্যাপশনে লেখা- এখন তারা আদালতের মাধ্যমে জোর করে আমাকে টুইটার কিনতে বাধ্য করতে চায়। চতুর্থ ক্যাপশনে লেখা, এখন কোর্টে তাদের বটের তথ্য দিতে হবে।
প্রথম ছবি থেকে পরবর্তী ছবিতে তার হাসির মাত্রা বেশি দেখা যায়। তাতে স্পষ্ট টুইটারের হুমকি তিনি পাত্তা দিচ্ছেন না। বরং মজা পেয়েছেন।
জানা যায়, টুইটার কেনার জন্য একটি চুক্তি করেন ইলন মাস্ক। তবে সম্প্রতি ওই চুক্তি থেকে সরে আসেন তিনি। মাস্কের অভিযোগ, টুইটার তাকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে রাজি হচ্ছে না। যার মধ্যে আছে ভুয়া অ্যাকাউন্টের বিষয়। এ কারণে তিনি টুইটার কিনবেন না। তবে মাস্কেও ঘোষণা একদমই খুশি হয়নি টুইটার। যদিও মাস্কেও মিম নিয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।