মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, ১৬৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের সেনা সরকার। আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষ। শুক্রবারের ভূমিকম্পের পর থেকে এখনও বহু মানুষের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও এখনও অন্তত ৭৮ জনের কোনও সন্ধান মিলছে না।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়তেই ১৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ঘরবাড়ির নিচে চাপা পড়া মানুষের খোঁজে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে অনেক জায়গায়।

উদ্ধারকাজে যুক্ত নাগরিক দলের ওই সদস্য জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে কতটা অসহায় বোধ করছেন তারা। ধ্বংসস্তূপে আটকেপড়া মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। খালি হাতেই ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন তিনি।

মান্দালয়ের এক বাসিন্দা জানিয়েছেন, একটা হোটেল ভেঙে পড়েছে যার নিচে আটকে রয়েছেন অনেকে। তিনি বলেন, আমি মায়েদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তাদের সন্তান ভেঙে পড়া ওই হোটেলের স্তূপের নিচে আটকে রয়েছে। এই দৃশ্য দেখা যায় না।

মিয়ানমারের বাসিন্দাদের অনেকের মধ্যেই আতঙ্কের ছাপ রয়েছে এখনও। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। এর তীব্রতা এতটাই ছিল যার প্রভাব দেখা গেছে থাইল্যান্ড ও চীনেও।

শুক্রবারের ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাঙ্ককের একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়ে শুক্রবার। এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। এখনও অন্তত ৭৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারীদের অনুমান এখনও অন্তত ১৫ জন ধ্বংসস্তূপের মধ্যে জীবিত রয়েছেন। তাদের খুঁজে বার করার মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।

শনিবার দুপুরেও মিয়ানমারে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারের পাশে দাঁড়াতে চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া-সহ বিভিন্ন এগিয়ে এসেছে। চীন থেকে ৮২ জনের একটি উদ্ধারকারী দলকে পাঠানো হচ্ছে মিয়ানমারে। ভূমিকম্পে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার এই দেশটির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মিয়ানমারকে প্রয়োজনীয় সাহায্যের বার্তা দিয়েছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়াও ২০ লাখ ডলারের ত্রাণ পাঠাচ্ছে। মিয়ানমারে ৪৯ জনের উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ইরান, ইন্দোনেশিয়াও।