যুক্তরাষ্ট্রের মায়ামীতে সোনালী ব্যাংক পিএলসি’র সাবসিডিয়ারি সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেড (এসইসিআই) এর গ্রাহক সমাবেশ ও এসইসিআই অ্যাপের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামী মিশন প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশ ও ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আফজাল করিম।

এতে মূল আলোচ্য বিষয় ছিলো রেমিটেন্স প্রেরণ সহজীকরণে সোনালী ব্যাংকের নতুন মোবাইল অ্যাপ “SECI” এর ব্যবহার। এসময় এসইসিআই অ্যাপের মাধ্যমে বৈধভাবে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, দ্রুত ও নিরাপদে কোনো খরচ ছাড়াই দেশে টাকা পাঠানোসহ বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্য-নিউইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, মিশিগান, জর্জিয়া ও ফ্লোরিডা থেকে যে কোনো প্রবাসী বাংলাদেশি এই অ্যাপ ব্যবহার করে অতি সহজেই প্রতিযোগিতামূলক হারে অর্থ প্রেরণ করতে পারবেন। সভার শুরুতেই অ্যাপটির ব্যবহার সংক্রান্ত দুটি তথ্যচিত্র উপস্থিত প্রবাসীদের সামনে উপস্থাপন করা হয় এবং পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত ২.৫% প্রণোদনার পাশাপাশি এই অ্যাপ ব্যবহার করে অর্থ প্রেরণকারীদের আরও ৩.৫% (অর্থাৎ সর্বমোট ৬%) প্রণোদনা প্রদান করা হচ্ছে। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ের মাধ্যমেই এই অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে অর্থ প্রেরণ করা যাবে। এছাড়াও গ্রাহকের ব্যক্তিগত নগদ/বিকাশ ইত্যাদি নম্বরের মাধ্যমেও সরাসরি অর্থ প্রেরণ করা যাবে। অধিক হারে রেমিটেন্স প্রেরণ করে দেশের উন্নয়নে অংশ নেয়ার জন্য সভায় সকলের প্রতি আহবান জানানো হয়।

এখন ফ্লোরিডা থেকেও দেশে ৩০ সেকেন্ডে আপনার একাউন্ট ও যাকে খুশি তাঁকেই টাকা পাঠাতে পারবেন। এটা ফ্লোরিডা বাসীর জন্য বিশাল আনন্দের খবর.TAPTAP এ টাকা না পাঠায়ে সোনালী একচেন্জ এর মাধ্যমে ৬% প্নোনোদোনা পেতে পারেন, সেই সাথে নো ফি এর সুযোগ নিতে পারেন প্রবাসীরা।

কনসাল জেনারেল ইকবাল আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক সোনালী এক্সচেঞ্জের সিইও দেবশ্রী মিত্র। প্রবাসীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।

এছাড়া কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ সহ অফিসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ এশোসিয়েশন অফ ফ্লোরিডার সভাপতি এবিএম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নর্থ মায়ামী মসজিদের ঈমাম মওলানা মোঃ ফকরুল ইসলামসহ ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামীলীগ এর সভাপতি নাঈম খান, সহসভাপতি কাদের সরকার, সাইফুল ইসলাম বুলবুল, এফবিটিভির সিইও টিটন মালিকসহ দক্ষিণ ফ্লোরিডাস্থ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।