স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন। তিনি ‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত। অনিতা চৌধুরী রোববার দুপুর ১টা ৬ মিনিটে স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শোকাহত স্কয়ার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু গণমাধ্যমকে অনিতা চৌধুরীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

অনিতা চৌধুরী স্কয়ার গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর মা।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) ঢাকায় শেষ শ্রদ্ধা শেষে দুপুরের দিকে মরদেহ পাবনায় নিয়ে আসা হবে। কাশিপুরস্থ খামারবাড়ী এস্ট্রাসে স্যামসন এইচ চৌধুরীর পাশেই তাকে সমাহিত করা হবে। এর আগে জন্মভিটা আতাইকুলাতে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্র নিশ্চিত করেছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের ব্যক্তিবর্গ।

২০১২ সালের ৫ জানুয়ারি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী ৮৬ বছর বয়সে সিঙ্গাপুরের র‍্যাফেলস হাসপাতালে মারা যান। চার বন্ধুর হাত ধরে ১৯৫৮ সালে যাত্রা শুরু করে স্কয়ার গ্রুপ। ওষুধের ব্যবসা দিয়ে শুরু করলেও পরে তা স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, বস্ত্র, মিডিয়া, টিভি ও তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা সেবা, ব্যাংক ও ইনস্যুরেন্স, হেলিকপ্টার ও কৃষিপণ্যে বিস্তার করে। তাদের প্রতিষ্ঠানের সংখ্যা মোট ২০টি।