মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সিলর ডেরেক শোলে ঢাকা পৌঁছেছেন। মঙ্গলবার বিমানবন্দরে ডেরেক শোলেকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল (বুধবার) পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন ডেরেক শোলে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডোরেক শোলের সফরে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের সমন্বয় ও প্রতিক্রিয়া, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি আলোচনা হবে রোহিঙ্গা ইস্যুতে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘সফরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে রোহিঙ্গা ইস্যুতে ওনার বাড়তি আগ্রহ রয়েছে। আমি যখন সেপ্টেম্বরে নিউ ইয়র্কে গিয়েছিলাম, তখন সাইডলাইনে আমাদের মধ্যে বৈঠক হয়েছিল। তখন তিনি রোহিঙ্গাদের বিষয়ে অনেক আগ্রহ এবং উৎসাহ প্রকাশ করেছিলেন। আমরা সেই সময়ে ওনাকে এ বিষয়ে অবহিত করেছিলাম। এবার রোহিঙ্গা ইস্যুটি থাকছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও অনেক বিষয় রয়েছে। সেগুলো নিয়েও আলোচনা হবে।’