যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কোন সমস্যা হবে না। এই নীতির কোনো প্রভাব শিক্ষার্থীদের ওপরে পড়বে না। তবে ঘোষণা দিয়ে যারা নির্বাচন বয়কট করে তাদের থেকে সাবধান থাকতে হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারী বাড়িতে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, মানুষের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনেও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন হবে বলেও জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের হার কমে যাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। এখন ডিগ্রি পাস করেও নির্দিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষা নেয়ার ব্যবস্থা হচ্ছে। এ ছাড়াও অনেক ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা রয়েছে।

একই সাথে তিনি আরো বলেন, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডিপিপির কাজ শেষ হয়েছে। সেটি মূল্যায়ন চলছে, একনেকে আসলে এটি চূড়ান্ত রূপ পাবে এবং সেটি খুব শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।