অবশেষে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলো বহুল আলোচিত ও প্রত্যাশিত ফিসকাল রেসপনসিবিলিটি বিল। সাধারণ ভাষায় যাকে ডেবট সিলিং বা ঋণসীমা বাড়ানোর বিল বলা হচ্ছে। সিনেটের অনুমোদনের মাধ্যমে বিলটি আইনে পরিণত হলো।
কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাস হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন সিনেটেও পাস হয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল। সিনেটে এর পক্ষে পড়ে ৬৩ ভোট ও বিপক্ষে ৩৬ ভোট। এর মাধ্যমে ঋণখেলাপি হওয়ার হাত থেকে বেঁচে গেলো মার্কিন যুক্তরাষ্ট্র।
জানা গেছে, দুই কক্ষেই প্রস্তাবটি পাস হওয়ায় এটি এখন মার্কিন প্রেসিডেন্টের সইয়ের পর আইনে পরিণত হবে।
করোনা মহামারির পরে সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের কারণে মন্দার মুখোমুখি দাঁড়িয়ে মার্কিন অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচাতে ঋণের সর্বোচ্চ সীমা (ডেবট সিলিং) বাড়ানোর প্রস্তাব আনেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর তীব্র বিরোধিতা শুরু করে রিপাবলিকানরা।
এই প্রস্তাব পাস না হলে বা ঋণের সর্বোচ্চ সীমা না বাড়ালে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা মাথায় নিয়ে ঋণখেলাপি হতো।
এদিকে, প্রস্তাব পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে।