আগামী বছরের ২৬শে মার্চ পদ্মা সেতুর ওপর দিয়ে রেল চালুর আশা করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, তবে কোনো কারণে দেরি হলে ওই বছরের জুনে চালু করা হবে রেল। রোববার (১৫ই মে) পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেন, ‘জুন মাসে পদ্মাসেতু খুলে দেওয়া হলেও ট্রেন এখনই চালু করা যাচ্ছে না। সেতুর উদ্বোধন শেষে রেল সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু হবে। কাজ শুরুর ছয় মাস অর্থাৎ ডিসেম্বরে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত অংশ উদ্বোধন করা যাবে।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অর্থাৎ পদ্মাসেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত উদ্বোধন করতে চাই। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পুরো প্রকল্পের কাজ ২০২৪ সালের মধ্যে শেষ করতে হবে। ঢাকা থেকে ভাঙ্গা অংশ এ বছরই ডিসেম্বরের মধ্যে চালু করতে পারি, কাজ সেভাবে এগুচ্ছে।’
আগামী জুন মাসের শেষ নাগাদ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে পদ্মা সেতুর সড়কপথ। একই দিন মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেনও চলবে বলে জানিয়েছিলো বাংলাদেশ রেলওয়ে। কিন্তু নানা জটিলতায় ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
এ প্রকল্পের ঢাকা থেকে মাওয়া অংশের কাজ হয়েছে ৫৫ শতাংশ। আর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৮ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজ হয়েছে ৪৯ দশমিক ৫০ শতাংশ। সব মিলিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মূল কাজের ভৌত অগ্রগতি ৫৬ দশমিক ৫০ শতাংশ। অর্থাৎ এখানো প্রায় অর্ধেক কাজই বাকি।