দেশে মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেশি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। আজ (বুধবার) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এ সময় রাজধানী ঢাকায় ২৭টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে। সড়ক দুর্ঘটনা ছাড়াও গত মাসে ছয়টি নৌ দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

মার্চে ৪৮৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ৫৬৪ জন ও আহত ১ হাজার ৯৭ জন। নিহতের মধ্যে নারী ৮৮, শিশু ৭৩। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের পরিমাণ ৩৪ দশমিক ৩৯ শতাংশ। এরপর আছে পথচারী, ১৮ দশমিক ৯৭ শতাংশ। গত মাসে রাজধানীতে ২৭টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

৪০ শতাংশের বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এ ছাড়া প্রায় ৩৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বেশি দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। তবে একক জেলা হিসেবে ময়মনসিংহে সবচেয়ে বেশি ১৮টি দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম ফেনী ও জামালপুর জেলায়।

দুর্ঘটনাগুলোর মধ্যে ৮৫টি মুখোমুখি সংঘর্ষে, ২৪২টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৩৯টি যানবাহনের পেছনে আঘাতে ও ১৬টি অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ছিল সবচেয়ে বেশি, ২৫ শতাংশ। আর দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮৫৩টি।