অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করে দিয়েছেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশ।
কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। জান্নাতুল মাওয়া-সাদিয়া আক্তারদের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিশিতা আক্তারের ঘূর্ণিকে নাকাল হয়ে মালয়েশিয়া গুটিয়ে যায় ২৯ রানেই।
জবাবে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউ। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। এ ছাড়া ৩ রান করেছেন দুজন, ২ রান একজন, ১ রান চারজন। শূন্য রানে ফিরেছেন তিনজন। বাংলাদেশের মেয়েরা ১২টি অতিরিক্ত রান দিয়েই বাড়িয়েছেন মালয়েশিয়ার রান।
বাংলাদেশের অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মিডিয়াম পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ ও লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৯ রানের উদ্বোধনী জুটি জুটি এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মত ইভা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার ইভার ব্যাটে।
পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। ৪ চারে ৪৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন মাওয়া ও ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া। তাতে ৫ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।