শ্রীলংকার ডাম্বুলায় নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের গ্র“প পর্বে নিজেদের শেষ খেলায় মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়ে সেমিফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করলো বাংলাদেশি মেয়েরা। ডাম্বুলায় আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৯১ রান তোলে টাইগ্রেসরা। জবাব দিতে নেমে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান তুলতে সমর্থ হয়।
এই জয়ে পয়েন্ট ও নিট রানরেটে থাইল্যান্ডকে টপকে টেবিলের দুইয়ে উঠেছে নিগার সুলতানার দল। সেইসঙ্গে বাংলাদেশের সেরা দুইয়ে থাকাও নিশ্চিত হয়ে যায়। ৩ ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। শ্রীলংকা ২ ম্যাচে ৪ ও থাইল্যান্ড ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। শ্রীলংকার নিট রানরেট ৪.২৪৩, বাংলাদেশের ১.৯৭১ ও থাইল্যান্ডের ০.০৯৮। আজ সন্ধ্যায় থাইল্যান্ড বিশাল ব্যবধানে শ্রীলংকাকে হারালেও বাংলাদেশ গ্রুপের সেরা দুইয়েই থাকবে।
এরই মধ্যে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ রানার্সআপ হলে শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আরেক সেমিতে পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ শ্রীলংকা।
আজ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে মুর্শিদা খাতুন ও নিগার সুলতানার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এটা টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে ২ উইকেটে ২৫৫ রান তুলেছিল টাইগ্রেসরা।
মুর্শিদা ৫৯ বলে ১০টি চার ও এক ছক্কায় ৮০ এবং নিগার ৩৭ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৬২ রানের হার না মানা ইনিংস খেলেন। দিলারা আক্তার করেন ২০ বলে ৩৩ রান।
প্রথম উইকেটে দিলারা ও মুর্শিদা ৪৬ বলে ৬৫, দ্বিতীয় উইকেটে মুর্শিদা ও নিগার ৫৬ বলে ৮৯ ও তৃতীয় উইকেটে নিগার ও রুমানা ১৮ বলে ৩৭ রান যোগ করেন। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা। তিনি থাইল্যান্ডকে হারানো ম্যাচেও ফিফটি করেন।