মালয়েশিয়ার পেনাঙে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তিন জন নিহত হয়েছে। পেনাঙের উপ-পুলিশ প্রধান দাতুক মোহাম্মাদ ইউসুফ জানিয়েছেন, নিহতরা সবাই বাংলাদেশি। মঙ্গলবার (২৯শে নভেম্বর) রাতে দ্বীপাঞ্চলটির বায়ান লেপাস শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছে চারজন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নির্মাণাধীন ভবনটিতে ১৮জন শ্রমিক ছিলেন। এর মধ্যে নয় জন প্রার্থনা করতে নিচে নামলে বাকি নয়জন কাজ করছিলো। এসময় হঠাৎ এর ছাদ ধসে পড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত উদ্ধার করে উদ্ধারকর্মীরা। আতহদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া দুইজন গুরুতর আহত হয়েছেন। বাকি চারজন এখনও ধ্বংস্তুপের নিচে রয়েছে, যাদের উদ্ধারে কাজ করা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে, মালয়েশিয়ায় বাংলাদেশের কনস্যুলেট শেখ ইসমাইল আলাউদ্দিন জানান, নিহতরা বাংলাদেশি কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের কাগজপত্র যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।