মালয়েশিয়া জোহর রাজ্যে কাগজপত্রহীন ২৭ বাংলাদেশিসহ ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯টি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জোহর ইমিেেগ্রশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন,  অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের বিষয়ে জনগণের অভিযোগের ভিত্তিতে রোববার মধ্যরাতে অভিযান চালানো হয়।

এখানে এক বিবৃতিতে তিনি বলেন, অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে বাংলাদেশের ২৭ জন, ভারতের সাতজন, নেপালের তিনজন, পাকিস্তানের দুইজন এবং চীনের একজন রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।

অবৈধদের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে সেচ্ছায় নিজ দেশে চলে যাওয়ার আহবান জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এরআগে, ৬ই মে থেকে ৮ই মে পর্যন্ত রাজ্যব্যাপী অভিযানের সময় ৪৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছিলো।