মালয়েশিয়ায় ৭৫ বাংলাদেশিসহ মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) মেলাকা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দিবাগত রাতে কোটা লাকসামানা এলাকায় অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করে। মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বার্নামা এই তথ্য দিয়েছে।

আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ১০ জন, মিয়ানমারের ৪ জন ও পাকিস্তানের একজন নাগরিক রয়েছে।

মেলাকা ইমিগ্রেশন বিভাগের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে বুধবার মধ্যরাতে তামান কোটা লাকসামানার একটি নির্মাণাধীন ভবণে অভিযান চালানো হয়। এ সময় ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়া, বৈধ কাগজপত্র না থাকা ও অন্যান্য কয়েকটি অপরাধে ৯০ জনকে আটক করা হয়। এ সময় যে নিয়োগকর্তা বা কোম্পানি অবৈধ অভিবাসীদের কাজ বা আশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।