মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তবে এক্ষেত্রে জনগণের সচেতনা জরুরি বলে মনে করছেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবান বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আশার কথা বলেন মন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি এক মাসের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। একটা নিয়ন্ত্রিত জায়গায় নিয়ে আসতে পারব, একটা সহনশীল জায়গায় নিয়ে আসতে পারব। তবে জনসচেতনা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের এনগেজমেন্ট লাগবে।

তিনি বলেন, আমাদের যে এফোর্ট সেটা দেওয়া হচ্ছে। আমরা আশা করি এটা নিয়ন্ত্রণে চলে আসবে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে। আর এটাতে একটা সিজনাল ডিজিজ।’