যুক্তরাষ্ট্রে কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ, মায়ামীর আয়োজনে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১৫ই অক্টোবর) কনস্যুলেট প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কেক কেটে দিবসটি উজ্জাপন করা হয়।
কনস্যুল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের পরিচালনা করেন ভাইস কনস্যুল সামাঊন খালিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন বিচারপতি ওবাইদুল হাসান। অনুষ্ঠানের শুরুতেই কনস্যুল জেনারেল ইকবাল আহমেদ প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান।
এসময় স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ডাঃ সালাউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।
মহানগর স্টেট আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ আলি, এমরান জনি , সিইও একতারা ফ্লোরিডা, মিশন কে, অনুষ্ঠানের সহযোগিতা করবার জন্য এমরান জনিকে বিশেষ সম্মানে ভুষিত করেন প্রধান অতিথি ও কনস্যুল জেনারেল।এসময় এমরান জনিকে মিশন সম্মামনা প্রদান করা হয়।
মেনাজাত করান পিও মো শাহনেওয়াজ। এর পর শেখ রাসেল দিবসের থিম সং পরিবেশন কারা হয়। এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
শেখ রাসেল দিবস উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী তিনজনকে পুরষ্কার দেওয়া হয়।
সব শেষ রাতে অতিথিদেরকে নৈশভোজ করানো হয়।