জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মায়ামী বাংলাদেশ কনস্যুলেটের প্রথম আয়োজন শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছিল কনসাল প্রাঙ্গন। ১৭ মার্চ দিবসটি উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও তাদের শিশু-কিশোরদের এক মিলনমেলায় পরিণত হয় নবস্থাপিত এই কনসাল অফিস।

শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে ঘিরে শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে কনস্যুলেট প্রাঙ্গন।

কনসাল জেনারেল ইকবাল আহমেদের পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।  এতে ১৭জন অংশগ্রহণ করে। বিচারকদের নাম্বারের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়।

প্রতিযোগিতায় ক গ্রুপ ৫-১১ বছর এর প্রথম স্থান অধিকার করে যৌথভাবে আরিয়ান খান ও মিরান চৌধুরী, দ্বিতীয় স্থান অধিকার করে মাহাবিন হাসান ভূইয়া, তৃতীয় স্থান অধিকার করে নাহিয়ান ইলান।

খ গ্রুপ ১১-১৬ বছর যৌথভাবে চ্যাম্পিয়ন উজমা দেওয়ান ও মাহিবা ভুইয়া, দ্বিতীয় স্থান অর্জন করে মেজবাহুল মালিক বর্ষ, তৃতীয় স্থান অধিকার করে ফারহান ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বঙ্গবন্ধুর রেকর্ডকৃত ভাষণ উপস্থাপনের পর সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতির পিতার জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার সহ-সভাপতি মাহফুজুর রহমান, ফ্লোরিডা চেম্বার অফ কমার্স এর সভাপতি আতিকুর রহমান, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ডিন ড. নেছার ইউ আহমেদ, টিটন মালিক, আওয়াল দয়ান, নাঈম খান দাদন, মোঃ খোরশেদ, আরশাদ আলী,ইঞ্জিনিয়ার মাহফুজ ভুঁইয়া দিপু, লিটন মজুমদার, আলী নূর মঞ্জু, রুবী আওলাদ, সোনিয়া মান্নান, রেজা ইসলাম , সাইফুল ইসলাম প্রমূখ।

ইমরান জনির প্রানবন্ত উপস্থাপনায় দ্বিতীয় পর্বে কনসাল জেনারেল ইকবাল আহমেদ এর সংগ্রহে থাকা বাংলাদেশের বিখ্যাত চিত্রাঙ্কন শিল্পী মনিরুল ইসলামের আঁকা ছবি উপহার দেওয়া বাঁধাই করা শিল্পকর্ম পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

রাতের খাবার বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফ মায়ামী অফিস আয়োজিত এর প্রথম অনুষ্ঠান শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন সামাউন খালিদ।