আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে গুজব সর্বস্ব রাজনৈতিক দল। মিথ্যাচারই তাদের একমাত্র হাতিয়ার। শনিবার (১৫ই অক্টোবর) নিজ বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ধর্ম নিয়ে রাজনীতি এবং নির্বাচন এলে ভারত বিরোধিতা বিএনপির পুরানো অপকৌশল। বিএনপির এসব কৌশল এখন ভোঁতা হাতিয়ারে পরিণত হয়েছে।
সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বিএনপির অপরিণামদর্শী রাজনীতির পরিচয় বহন কওে মন্তব্য কাে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের বিরুদ্ধে বিদেশী রাষ্ট্রকে উসকে দেওয়া কোনো দায়িত্বশীল দলের কাজ নয়। দেশ ও দেশের জনগণের প্রতি নূন্যতম কমিটমেন্ট থাকলে কেউ এ কাজ করতে পারে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে খাল কেটে কুমির আনার রাজনীতি, তারা গণতন্ত্রের মুখোশের আড়ালে দেশকে গণতন্ত্রহীন করে রেখেছিল। এখন আবার তারা সে পথেই হাঁটতে চায় ।
তিনি আরও বলেন, বিএনপি রাতদিন সরকারের অন্ধ সমালোচনা করছে, সভা-সমাবেশ করছে- আবার বলছে কথা বলার অধিকার নাই। মিথ্যাচারকে বিএনপি এখন শিল্পে রূপ দিয়েছে।