মিয়ানমারের মিনবিয়া শহরের একটি গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। সোমবার (১৮ই মার্চ) মুসলিম অধ্যুষিত থার দেই গ্রামে এ হামলা চালায় তারা।

মিয়ানমার ভিত্তিক সংবাদ সংস্থা নারিনজারা নিউজ জানিয়েছে, জান্তা বাহিনী সোমবার ভোরে মিনবিয়া শহরের অন্তর্গত থার দেই গ্রামে বিমান হামলা চালায়। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি  বিধ্বস্ত হয়।

একজন স্থানীয় বাসিন্দা জানায়, বিমান থেকে ক্রমাগত গুলি চালায় সেনারা, ফেলা হয় বোমা। এতে ঘটনাস্থলেই ২০ জন গ্রামবাসীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে।

জনপ্রতিনিধিসহ স্থানীয়রা জানিয়েছেন, হ্নীলার চৌধুরী পাড়া ও সাবরাংয়ের শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির পাশাপাশি অন্তত ২০ থেকে ৩০টি মর্টার শেল বিস্ফোরিত হয়েছে। তারা বলছেন, রাখাইন রাজ্যের মংডু শহরের উত্তরে নাকপুরা এলাকা এবং পূর্বে ধনখালী, হাসুরাতা, নাইক্ষ্যংদিয়া, গর্জনদিয়া ও সংক্ষদাবিল এলাকায় চলমান সংঘাতই এসব বিস্ফোরণের কারণ।

হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, দেড় মাসের বেশি সময় ধরে মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত চলছে। যার প্রভাব এসে পড়ছে এপারে। টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, রাতে বিকট শব্দে মর্টার শেলের বিস্ফোরণে কেঁপে ওঠে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, কুলালপাড়া, ডেইলপাড়া, হাঙ্গারডেইলসহ অন্তত ১৩টি গ্রাম। এতে লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জেটিঘাটের টোল আদায়কারী মোহাম্মদ ছিদ্দিক জানান, সোমবার ভোররাতে সাহরির সময় নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সকালেও বিস্ফোরণের শব্দ আসে ওপার থেকে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ওপারে সংঘাতের কারণে মাঝে মাঝে গোলাগুলির শব্দ ভেসে আসছে। তবে রাখাইনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে বিজিবি। বিশেষ করে অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

জান্তা সেনারা প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রিত পাউকতাও, মিনবিয়া, ম্রাউক-ইউ এবং পোন্নাগিউন শহরের বিভিন্ন এলাকায়। এতে হতাহত হচ্ছে বেসামরিক নাগরিকরা।