মিয়ানমারের জান্তা সৈন্যরা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে বাধ্য করাতে আশ্রয় শিবির থেকে যুবকদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের কিয়াউকফিউ শহরের কিয়াউক তা লোন আশ্রয় শিবির থেকে ১১৭ জন মুসলিমকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
শহরটির এক বাসিন্দা জানিয়েছে, অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুত ১০৭ জনের তালিকা সংগ্রহ করেছিল জান্তা সৈন্যরা। কিন্তু শেষ পর্যন্ত ১১৭ জনকে ধরে নিয়ে গেছে তারা।
এদিকে, সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করায় গত কয়েক দিনে কিয়াউক তা লোন শিবিরের অন্তত ১০ তরুণ-তরুণী রাখাইনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয় চেয়েছে। এই কারণে আশ্রয় চাওয়া ওই তরুণ-তরুণীদের পরিবারের অন্তত ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জান্তা বাহিনী।
বিদ্রোহীদের কাছে একের পর এক এলাকা হারানোর পর সদস্য সংখ্যা বাড়াতে সেনাবাহিনীতে জোরপূর্বক তরুণদের নিয়োগ দিচ্ছে জান্তা সরকার। গত ২৭শে ফেব্রুয়ারি থেকে এই ধরপাকড় অভিযান শুরু করে তারা।