মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বরাত দিয়ে বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

এক প্রতিবেদনে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, রাখাইন রাজ্যের রামরি শহরে আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক বোমা ব্যবহার করছে দেশটির সেনাবাহিনী। এ হামলায় ধ্বংস হয়েছে একটি হাসপাতাল। এছাড়া মায়ামো বাজারসহ বেসামরিক নাগরিকদের অসংখ্য ঘরবাড়িও ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ধ্বংস হয়েছে বৌদ্ধ নানদের একটি কনভেন্টও।

আরাকান আর্মি জানিয়েছে, মঙ্গলবার বিকেল থেকে রামরি শহর ও এর আশপাশের এলাকায় বোমা হামলা শুরু করে সেনাবাহিনী। এসময় জেটবিমান থেকে ৫০০-পাউণ্ড বোমা ফেলেছে জান্তা সেনারা। শহরটির নিয়ন্ত্রণ ঘিরে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জান্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় আরাকান আর্মি। এরপর থেকেই রামরিতে থেমে থেমে আকাশ, সমুদ্র ও স্থল হামলা চালাচ্ছে সামরিক সেনারা।