মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নজরুল ইসলাম টিটু নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সীমান্ত এলাকায় মিয়ানমার সামরিক বাহিনীকে হেলিকপ্টারে একাধিকবার চক্কর দিতে দেখা যায়। তারা সীমান্তবর্তী এলাকায় হেলিকপ্টার থেকে হামলা চালায়। এ সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে টিটু গুলিবিদ্ধ হয়েছেন।
এ বিষয়ে ঘুমধুম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন জানান, নিজ ঘরের সামনে অবস্থানকালে তুমব্রু পশ্চিমকুল এলাকার টিটু গুলিবিদ্ধ হয়েছেন। হেলিকপ্টার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে বিদ্ধ হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে ঘুমধুমের তুমব্রু সীমান্তে গুলিবিদ্ধ হন প্রবীর চন্দ্র ধর। তিনি ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু হিন্দুপাড়ার বাসিন্দা। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সীমান্তের সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার শান্ত থাকার পর শনিবার রাত থেকে ঘুমধুম সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়া যায়। তুমুল সংঘর্ষের মধ্যে ঘুমধুম সীমান্তের এপারে একাধিক গুলি, মর্টার শেল এসে পড়েছে। এতে অন্তত তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে এই তুমুল সংঘর্ষের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ি এলাকার প্রবাসী নুরুল কবীরের বাড়িতে বারুদ এসে পড়ে। এর আগে বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে একটি গুলি অটোরিকশায় এসে লাগে। এতে অটোরিকশার সামনের গ্লাস ভেঙে গেছে।