মিয়ানমারে জান্তা সরকারের সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১০০ জন সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাঁজোয়া যান নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে অবস্থান নেয়। সেখান থেকে একে একে ১০০ জন বিজিপি সদস্যকে তোলা হয় বিজিবির কাভার্ডভ্যানে। তাদেরকে টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে নাইখ্যানছড়ির ঘুমধুম এলাকাসহ আশপাশের এলাকা এখনো থমথমে। নিরাপদ আশ্রয়ে যারা চলে গিয়েছিলেন তাদের কেউ কেউ এলাকায় ফিরে এলেও বড় একটি অংশ এখনও আসেননি।
ঘুমধুম এলাকার জলপাইতলির একটি বাড়িতে মিয়ানমার থেকে আসা মর্টারসেলের আঘাতে নিহত হন হোসনে আরাসহ একজন রোহিঙ্গা নাগরিক। বুধবার নিহত হোসনে আরার ছেলে জানতে পারেন তার দুটি শিশুর শরীরে রয়েছে মর্টারসেলের স্প্লিন্টার। সকালে চিকিৎসা দেয়া হয়েছে একজনকে।