কক্সবাজারে ১৯ জন মিয়ানমারের নাগরিকসহ ৪ মানব পাচারকারী দালালকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। শুক্রবার কক্সবাজারের টেকনাফ নাইট্যংপাড়া থেকে তাদের আটক করা হয়। এরা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, শুক্রবার (২৬মে) দিবাগত রাত ১১ টার পর গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। আটকদের মধ্যে- ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জন মানবপাচারকারী বাংলাদেশি দালালকেও আটক করা হয়েছে।

উদ্ধার মায়ানমারের নাগরিক ও আটকদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি আব্দুল হালিম।