মিয়ানমারের শান রাজ্যের শি শেং শহরে হামলা চালিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। সেখানে জান্তা সেনাদের বোমা হামলায় আট বেসামরিক নাগরিক আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, শি শেং এর শহরের নিকটবর্তী সেনাঘাঁটি থেকে এক দল সেনাবাহিনী সৈন্যরা রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বোমা বর্ষণ চালিয়েছে।
জানুয়ারীর তৃতীয় সপ্তাহ থেকে শি শেং এ লড়াই চলছে। ওই শহর থেকে জান্তা বাহিনীকে সরাতে লড়াই করছে বিদ্রোহী গোষ্ঠী পা-ও লিবারেশন আর্মি। পরে শহরটি দখলেও নেয় বিদ্রোহীরা। কিন্তু শাসক বাহিনী শহরটি পুন:দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিদ্রোহী গোষ্ঠী পিএনএলএর মুখপাত্র খুন রেইন ইয়ান জানিয়েছে, ‘যারা আহতরা হয়েছে তারা প্রায়োজনীয় জিনিসপত্র নিতে শহরে ফিরছিল। এসময় গুলি চালালে ওপর হামলা চালালে আটজন আহত হয়। তবে তাদের মধ্যে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত হতে পারি নি।’
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে সম্প্রতি সমন্বিত হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। সমন্বিত এ হামলায় ২০২১ সালে ক্ষমতাগ্রহণের পর প্রথমবার বেসামাল হয়ে পড়েছে মিয়ানমারের সামরিক সরকার। বিদ্রোহীদের তীব্র আক্রমণে এরই মধ্যে তিন রাজ্যের ৩০টির বেশি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইন, চিন এবং শান রাজ্যের চার শতাধিক সামরিক ঘাঁটির দখল নিয়েছে সরকার বিরোধীরা।